নাজাতুল উম্মাহ একাডেমির যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৮:৫৫:০৯ অপরাহ্ন
সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামে শনিবার বাদ জোহর আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে ‘মুক্তিযুদ্ধে শহিদ মানিক মেমোরিয়াল নাজাতুল উম্মা একাডেমি’ যাত্রা শুরু করেছে।
যুক্তরাজ্য প্রবাসি আব্দুল মজিদ ফটিক ইসলাম আধুনিক শিক্ষার সমন্বয়ে ‘নাজাতুল উম্মা’ একাডেমি প্রতিষ্ঠা করেছেন। নুরানি ও ক্লাস টু পর্যন্ত প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। পরবর্তীতে শিক্ষা পরিসর আরও বাড়বে।
এ উপলক্ষে শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীরামপুর এলাকার মুরব্বি গিয়াস উদ্দিন নানু মিয়ার সভাপতিত্বে ও যুব সংগঠক মোঃ আরিফুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ওলিউর রহমান, কমিউনিটি নেতা ও নাজাতুল উম্মা একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ ফটিক, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব্বিদ্যালয়ের প্রফেসর ডঃ শাহ আলম, নাজাতুল উম্মা একাডেমির অন্যতম সহ সভাপতি হাফিজ মাওলানা শামসুল ইসলাম। এ সময় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শ্রীরামপুর বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ ফারুক আহমদ। দোয়া মাহফিল পরিচালনা করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা ওলিউর রহমান। বিজ্ঞপ্তি