পালাতে থাকা রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলা, বহু হতাহত
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৯:৩৮:০৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার থেকে হামলার ভয়ে পালাতে থাকা রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় শিশুসহ কয়েক ডজন লোক নিহত হয়েছেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা বলেছেন, মৃত ও আহত আত্মীয়দের শনাক্ত করতে মৃতদেহের স্তূপের মধ্যে ঘুরে বেড়িয়েছেন তারা।
চারজন প্রত্যক্ষদর্শী, অ্যাক্টিভিস্ট এবং একজন কূটনীতিকের বরাতে রয়টার্স বলছে, গত সোমবার ওই ড্রোন হামলা হয়েছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার অপেক্ষায় থাকা রোহিঙ্গা পরিবারগুলোর ওপর ওই হামলা করা হয়।
জানা গেছে, একজন গর্ভবতী মহিলা এবং তার ২ বছর বয়সী মেয়ে এই হামলায় নিহতদের মধ্যে ছিলেন। এই হামলাকে জান্তা সৈন্য এবং বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে সর্বোচ্চ লড়াই এবং বেসামরিকদের উপর সবচেয়ে মারাত্মক হামলা বলে অভিহিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে তিনজন শুক্রবার রয়টার্সকে বলেছেন এই হামলার দায় আরাকান আর্মির।যদিও গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করেছে। হামলায় মোট কতজন নিহত হয়েছে তা এখনো সঠিকভাবে এখনো জানা যায়নি। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, কর্দমাক্ত মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহের স্তূপ। এসময় তাদের স্যুটকেস এবং ব্যাকপ্যাকগুলি তাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওই ঘটনা থেকে বেঁচে ফেরা তিনজন জীবিত ব্যক্তি বলেছেন অন্তত ২০০ জন হামলায় মারা গেছে। অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন তিনি কমপক্ষে ৭০ টি মৃতদেহ দেখেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের একজন মুখপাত্র বলেছেন সংস্থাটি বঙ্গোপসাগরে দুটি নৌকা ডুবে শরণার্থীদের মৃত্যুর বিষয়ে অবগত আছে। এছাড়া বেসামরিক হত্যাকা-ের বিষয়েও তারা জানেন। তবে এই ঘটনা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।