ছাতকে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৬:২৬:১৩ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর নিবাসী ফেরদৌস আহমদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে জাউয়াবাজার ইউনিয়নের কৈতক পয়েন্টে যাবার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি। আহত ফেরদৌস আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কলেজ ছাত্র ফেরদৌস তকিপুর গ্রামের হারিছ আলীর পুত্র।
রোববার সকাল ১১ সকালে তকিপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুম ফেরদৌস আহমদ এর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিতি ছিলেন।