অন্তর্বর্তীকালীন সরকারকে সিলেট প্রেসক্লাবের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৬:২৮:০০ অপরাহ্ন
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে সিলেট প্রেসক্লাব। এক অভিনন্দন বার্তায় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফসল হচ্ছে নতুন সরকার। গণতন্ত্রকে মজবুত ভিতের ওপর দাঁড় করানো, গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, মানবাধিকার সুরক্ষা এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিতে এই সরকার কাজ করবে বলে তাদের প্রত্যাশা। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকার তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে সফল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি