দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৬:৩১:২৭ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে এক জরুরী বৈঠক গত ১০ আগস্ট সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ ৩য় তলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তারা বৃহস্পতিবার রাতে ড. মোঃ ইউনুস এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করায় স্বাগত জানিয়ে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণআন্দোলনটি ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পরিণত হয়। আন্দোলনের নেতৃত্বদান ও অংশগ্রহণকারী জেনারেশনকে জেড বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আন্দোলনের উদ্ভাবনী কৌশল ও প্রয়োগের মাধ্যমে জনগণ বিপুলভাবে সাড়া দেয়। এই আন্দোলনটি ছিল অরাজনৈতিক। ছিলনা রাজনৈতিক দলের মত গতানুগতিক। তাই জনগণের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।
সভায় কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, অরুণ দেবনাথ এডভোকেট, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ। বিজ্ঞপ্তি