সমমনা ইসলামী দলসমূহের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৬:৩৩:২৬ অপরাহ্ন
ছাত্র-জনতার গণ-আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন পরবর্তী দেশের চলমান পরিস্থিতি নিয়ে সিলেটের সমমনা ইসলামী দলসমূহের এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, ছাত্র জনতার আপোষহীন সংগ্রাম আর হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই জন্য আমরা মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্বৈরাচারি হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। এ অভ্যুত্থান দেশের হাজারো শহীদ আর লাখো ছাত্র-জনতার ত্যাগের ফসল।
সমমনা ইসলামী দলসমুহ সিলেটের উদ্যোগে শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা উত্তর সভাপতি শায়খুল হাদীস মাওলানা আতাউর রাহমান কোম্পানীগঞ্জী, খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা ইমদাদুল হক নোমানী, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা আসরারুল হক, জেলা উত্তর সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আলম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জেলা উত্তর সাধারণ সম্পাদক মুফতী ইবাদুর রহমান, জেলা দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক ডাক্তার মাওলানা মোস্তফা আহমদ আজাদ, আব্দুল গাফফার, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, খেলাফত মজলিস সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ শিব্বির আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুশ শহীদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান তালুকদার, জেলা উত্তর সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী সৈয়দ নাছির উদ্দীন, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি