দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বঙ্গবীর রোড ব্যবসায়ী কমিটির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৬:৩৫:২২ অপরাহ্ন
দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড ব্যবসায়ী কমিটির উদ্যোগে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বাদ মাগরিব বঙ্গবীর রোডে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসকে কেন্দ্র করে দক্ষিণ সুরমার বঙ্গবীর হতে চন্ডিপুল পর্যন্ত দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই। এর সাথে জড়িত সন্ত্রাসী ও দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান অস্থিরতা ও অশান্তি নিরসনে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আহবান জানান নেতৃবৃন্দ।
বঙ্গবীর রোড ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহেল আলম এর পরিচালানায় সভায় বিশেষ বক্তব্য রাখেন ব্যবসায়ী কমিটির উপদেষ্টা ডা. মিফতাহুল হুসেন সুইট। বক্তব্য রাখেন শাপলা ফার্মেসির প্রোপাইটার মো. আব্দুছ ছালাম, স্টেশনরোড ব্যবসায়ী কমিটির সমন্বয়ক ফয়ছল আহমদ মাসুম, কাঠ ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী আবু আহমেদ, ব্যবসায়ী এনাম আহমেদ, আলী আহমদ, রিয়াজ আহমদ, আলী হোসেন, নূর উদ্দিন, মাস্টার সাদিক আহমদ, কুতুব উদ্দিন ও চন্ডিপুল থেকে রোলগেইট পর্যন্ত সকল ব্যবসায়ীরা।