কুলাউড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে সিপিবি ও জাসদ নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৬:৩৭:৪১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি অফিস-আদালতে যথাসাধ্য কার্যক্রম শুরু করে জনগণকে সেবা দেওয়ায় সকল অফিসকে সচল করার উদ্যোগ গ্রহণের জন্য বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ জাসদ উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি, উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সরকারি দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তারা।
এ সময় ভাঙচুরকৃত বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে তাদের প্রতি ধিক্কার জানান নেতৃবৃন্দরা। এ ছাড়া সরকারি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রাদি যারা লুট করেছে তাদেরকে পেলে বা লুট হওয়া মালামাল পেলে সংশ্লিষ্ট অফিসগুলোতে ফেরৎ দেওয়ার জন্য কুলাউড়াবাসীকে আহবান জানানো হয়।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কুলাউড়া উপজেলার সভাপতি মইনুল ইসলাম শামীম, উপজেলা সিপিবির সভাপতি কমরেড আব্দুল লতিফ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, উপজেলা সিপিবির যুগ্ম সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, সিপিবি নেতা মোবারক হোসেন, আব্দুল বাছিত মজুমদার, জাসদ নেতা আব্দুল হান্নান, পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ প্রমুখ।