আহতদের দেখতে হাসপাতালে আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৭:৫০:২৬ অপরাহ্ন
সরকার পতনের এক দফা আন্দোলনে আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীসহ নেতারা।
রোববার সকালে আহতদের দেখতে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি আহতদের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন ও তাদের সুচিৎসায় তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের বীর সন্তানরা, আমাদের এই তরুণ প্রজন্ম যে যুদ্ধ করে জয়লাভ করেছে তাদের এই জয়লাভকে নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্নভাবে রাতের বেলা আতঙ্ক ছড়াচ্ছে, ঘটনা ঘটাচ্ছে, যাতে এই বিষয়টা আমাদের জনগণ ভোগ করতে না পারে। তাদের অন্য কোনো বদ এবং অসৎ উদ্দেশ্য আছে। আমরা জনগণকে বলবো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন সন্ত্রাসী গোষ্ঠী চাঁদাবাজ দুর্নীতিবাজদের আসুক না কেন কোনভাবেই আমাদের পরাস্ত করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদ এমরান আহমদ চৌধুরী, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন সোহেল, আজিজ খান সজিব যুগ্ম সম্পাদক সেচ্ছাসেবকদল, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক আফজল হোসেন, তারেক আহমদ চৌধুরী, শাহান আহমদ, মহানগর ছাত্রদল নেতা ড. শহিদুল ইসলাম সিপলু, জাহিদ শিকদার, আব্দুলা তারেক, হাবিবুর রহমান হাবিব, রায়হান আহমদ, মোশারফ হোসেন সানি, জাকারিয়া আহমদ ও শাহিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি