৩৬ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৭:৫৪:৪১ অপরাহ্ন
সিলেট মহানগর ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বালুচর নতুনবাজারে এ কর্মীসভার আয়োজন করা হয়। ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জমির উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী।
কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সালেহ আহমদ খসরু, জেলা বিএনপি সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, শফিকুল রহমান টুটুল, রেজাউল করীম নাচন, সাহেদ আহমদ চমন প্রমুখ। কর্মীসভায় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি