বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহতদের পাশে চেম্বার নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৭:৫৭:১১ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহতদের খোঁজ-খবর নিতে ও তাদের চিকিৎসার্থে সহযোগিতায় এগিয়ে এসেছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। রোববার বিকেলে আহতদের দেখতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালে যান সিলেট চেম্বার নেতৃবৃন্দ। তারা আহতদের খোঁজ-খবর নেন এবং সিলেট চেম্বারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার্থে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), আমিনুর রহমান (লিপন), মোঃ আব্দুস সামাদ, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, আরিফ হোসেন, মোঃ মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক ও মোহাম্মদ নূরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি