যাদুকাটায় চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবীতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৭:৫৮:১৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বালু মহাল ও টুলট্যাক্সের নামে চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা বাস্তবায়নের জন্য স্মারকলিপি দিয়েছে ছাত্র জনতা। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সুনামগঞ্জ জেলা প্রশাসক এর বরাবর এলাকাবাসী ও ছাত্র জনতার পক্ষে স্মারকলিপি দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আবুল হাসনাত রাহুল ও আজিজুর রহমান কাউসার।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত আওয়ামীলীগ সরকার খনিজ সম্পদ বালু পাথর সমৃদ্ধ যাদুকাটা নদীর কিছু অংশকে বেআইনিভাবে মাটি বালু আইন ২০১০/১১ প্রয়োগ করে ইজারা দেয়। যাতে শুধু মাটি বালু উত্তোলন করার কথা থাকলেও ইজারাদাররা বেআইনিভাবে বালু ও মিশ্রিত পাথর উত্তোলনের মাধ্যমে উচ্চ হারে রয়েলেটি আদার করে হাতিয়ে নিচ্ছে দৈনিক কোটি কোটি টাকা। ইজারাকৃত এলাকার বাইরে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গেজেটভুক্ত এলাকায় বালি মিশ্রিত পাথর উত্তোলন করছে। নদীর পাড় কেটে হাট বাজার গ্রাম ধংশ করা হচ্ছে। পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতিকর ড্রেজারের মাধ্যমে বালি পাথর উত্তোলন হয়।