মৌলভীবাজারে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৮:১২:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: সাম্প্রতিক পরিস্থিতিকে সামনে রেখে ধর্মীয় বিভেদ নয় শান্তির লক্ষ্যে পারস্পরিক ঐক্য জরুরি এ আহ্বান নিয়ে মৌলভীবাজার জেলা শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীর সকল পেশার লোকদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। শনিবার রাতে শহরের লোকনাথ সেবাশ্রমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লোকনাথ সেবাশ্রম এর সভাপতি অমলেন্দু দেব এর সভাপতিত্বে ও সেক্রেটারি চন্দন রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী।
এতে আরো বক্তব্য রাখেন জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি আশুরঞ্জন দাস, ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক দেবতোষ সিংহ চৌধুরী, ভোলানাথ, কমলগঞ্জ সফাত আলী সিনিয়র মাদ্রাসার প্রভাষক আজিজ আহমদ কিবরিয়া, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ তারেকুল হামিদ, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি হাফেজ আলম হোসাইন, পৌর জাময়াতের সেক্রেটারী মোরশেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা সেক্রেটারী দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, পৌর সহকারী সেক্রেটারি ইকবাল হোসেন চৌধুরী, পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সৈয়দ মহিউদ্দীন আহমদ চৌধুরী শাহীন, ব্যবসায়ী মুক্তাদির হোসাইন, মৌলভীবাজার কাজী সমিতির সাবেক সেক্রেটারি কাজী বদরুল ইসলাম প্রমুখ।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও পারস্পরিক সহযোগিতার আশ্বাস নিয়ে বক্তব্য রাখেন লোকনাথ সেবাশ্রমের কার্যকরী কমিটির সদস্য বিজন কান্তি পাল, লিটন চৌধুরী, বিজয় কুমার রায়, দীপেন্দ্র পাল, বিনয় ভূষণ রায়, অবিনাশ দেব, নৃপেন্দ্র পাল, জীবন দাশ হরি প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মান্নান অমুসলিমদের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা:) বলেছেন অন্য কোন ধর্মাবলম্বী যদি মুসলমান শাসকদের নিয়ন্ত্রণে থাকে তাহলে ওই দেশের সকল ধর্ম, বর্ণ, গোত্রদের জান ও মালের সুরক্ষার নিশ্চিত থাকতে হবে, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। যদি এই ক্ষেত্রে ভিন্নতা হয় তবে কাল কিয়ামতের ময়দানে আমাদের নবী মজলুমদের পক্ষ হয়ে আমাদের বিপক্ষে নালিশ করবেন। কাজেই অমুসলিমদের জান মাল রক্ষার ক্ষেত্রে জামায়াতের নেতাকর্মী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আছি আপনাদের সাথে। ভয় ভীতি ও শঙ্কামুক্ত হয়ে সাহস নিয়ে চলাফেরা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।