জামালগঞ্জে দেয়ালে-দেয়ালে শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৮:১৫:৫৩ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: স্বপ্নবাজ শিক্ষার্থীরা তুলির আঁচরে দেয়ালে দেয়ালে সাজাচ্ছেন নিজ শহর জামালগঞ্জকে। স্কুল-কলেজ ও শহরের বিভিন্ন দেয়ালে অঙ্কন করে দৃষ্টিনন্দন করে তুলছেন তারা। শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের আশা আকাঙ্খা যেন বাস্তবায়িত হয় এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা।
গত গত তিন দিন ধরে সুনামগঞ্জের জামালগঞ্জ শহরে শিক্ষার্থী, সুমাইয়া তোহ্ফা আফিন্দী, ওয়ালিদ ইসলাম, বখতিয়ার মাহমুদ সিজান, মোবারক হুসাইন, রাকিব আহমেদ, ঐশ্বরী তালুকদার, ফৌজিয়া আনার ইকরা, মারিয়া জান্নাত তুলি, তাজমিহা আনজুম আশা, রুমা আক্তার পলি, শেখ হাসানুল বান্না, স্বপ্নীল তালুকদার, নয়ন তালুকদার রনি দেয়ালে দেয়ালে রং রাঙিয়ে দৃষ্টি নন্দন করে তুলছে। তারা আগামীর স্বপ্নের বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায়।