আরও ২ উপদেষ্টার শপথ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৯:০৭:৪৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা গতকাল রোববার শপথ গ্রহণ করেছেন। শপথের পর সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ডা. বিধান রঞ্জন রায়কে দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন এই দুই উপদেষ্টা। নিয়োগ পাওয়া আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম দেশে না থাকায় শপথ নেননি।