ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার: বাংলাদেশে হিন্দুদের ওপরে ‘অত্যাচার’
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৯:৫১:৫১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরে বাংলাদেশে যে সহিংসতা চলেছিল তা নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করেছে বেশ কয়েকটি ভারতীয় মিডিয়া। বহু ভুয়া পোস্ট ভারতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে বাংলাদেশে হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার করা হয়েছে।
ভারতীয় বেশ কয়েকটি মিডিয়া আউটলেট ভিডিও সংবাদে দাবি করেছে যে বাংলাদেশে ‘ইসলামবাদী শক্তি’ দ্বারা হিন্দুদের লক্ষ্যবস্তু করা হয়েছে। যেখানে ‘গণহত্যা’ করা হয়েছে বলেও দাবি করে কোনো কোনো ভারতীয় মিডিয়া। তবে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার সময় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটলেও ভারতীয় গণমাধ্যমগুলো বাড়িয়ে বলছে।
ভারতীয় মিডিয়া যে ভিডিও প্রকাশ করেছে তাতে যে বাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে তার মধ্যে দুটি বাড়ি মুসলমানদের। এক্সেও এ ধরনের ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে। ডানপন্থী ভারতীয়দের একটি ভিডিওতে দাবি করা হয় একজন হিন্দু মহিলাকে মুসলমানরা আক্রমণ করেছে।
৭ আগস্ট, ২০২৪, সালে ‘জয়পুর ডায়ালগস’ নামে ওই এক্স-এ বলা হয়, বাংলাদেশে হিন্দু নারীদের ধর্ষণ ও হত্যা করা হচ্ছে। হিন্দুরা বাংলাদেশে গণহত্যার শিকার হচ্ছে। ভিডিওটি মূলত মার্চ মাসের। যেখানে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার প্রতিবাদে এক ছাত্রী অনশন করেন। ভারতীয় মিডিয়া আরো দাবি করে যে, চীন ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে একটি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। কয়েকটি মিডিয়া বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুদের গণ-অনুপ্রবেশ ঠেকানোর জন্য ভারতকে সতর্ক থাকতে বলে।
বাংলাদেশের হিন্দুদের ওপরে কিছু আক্রমণ হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে। কিন্তু তথ্য যাচাই করতে গিয়ে দেখা গেছে মুসলমানদের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে, জ্বালানো হয়েছে। এক্ষেত্রে আক্রমণকারীদের লক্ষ্য ছিল আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘর, সম্পত্তি। ধর্মীয় পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই গৌণ ছিল, তাদের রাজনৈতিক পরিচয়ের জন্যই তারা আক্রান্ত হয়েছেন। কিন্তু ভারতীয় মিডিয়ায় বাড়িয়ে বলা হচ্ছে যে বাংলাদেশে সম্প্রতি হিন্দুরে ওপর আক্রমণ ও গণহত্যা করা হয়েছে।
বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যেসব স্থানীয় নেতা-কর্মী পালিয়ে ভারতে চলে এসেছেন অথবা আসার চেষ্টা করছেন, তারাও বিষয়টি নিশ্চিত করেছেন যে হিন্দু আর মুসলমান-উভয় সম্প্রদায়ের আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িতেই হামলা হয়েছে। কিন্তু ভারত থেকে সামাজিক মাধ্যমে বিষয়টিকে রাজনৈতিক না রেখে সাম্প্রদায়িক রঙ দেওয়া হয়েছে বলে মনে করছেন একাধিক ফ্যাক্ট চেকার।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। আল-জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন জামায়াত ইসলামীও ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করার কথা বলেছে। দেশটির বিভিন্ন স্থানে মুসলিমরা রাত জেগে হিন্দুদের মন্দির পাহাড়া দিয়েছেন এমন অনেক সংবাদ প্রকাশিত হয়েছে।
সূত্র: আল-জাজিরা