সিলেটে বাড়ছে নদ-নদীর পানি
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ১০:০২:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কয়েক দফা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি। সিলেটে বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের উজানে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে বাড়ছে সুরমা ও কুশিয়ারাসহ সবকটি নদীর পানি। কুশিয়ারা নদীর একাধিক পয়েন্টে পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে নদীর বাঁধের পুরনো ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ শুরু হয়েছে। ফলে সিলেটে চতুর্থ দফায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
জানা গেহছে, চলতি বছরের ২৭ মে সিলেটে প্রথম দফা বন্যা দেখা দেয়। বন্যার পানি নামতে না নামতে ১৭ জুন সিলেটজুড়ে দেখা দেয় দ্বিতীয় দফা বন্যা। আর সিলেটবাসী তৃতীয় দফা বন্যার শিকার হন জুলাই মাসের প্রথম সপ্তাহে। পানি বন্দি হয়ে পড়েন প্রায় ১১ লাখ মানুষ।
গত কয়েকদিন ধরে সিলেটের উজানে ভারতের আসাম ও মেঘালয়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে সুরমা ও কুশিয়ারাসহ সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জে ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সন্ধ্যায় আমলশীদ পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা শনিবার এই সময়ে বিপদসীমার ৩৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শেওলায় বিপদসীমার ২৬ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা শনিবার সন্ধ্যায় বিপদসীমার ৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া গত কয়েকদিনে সুরমা, সারি, ধলাই, লোভা, সারিগোয়াইনসহ সিলেটের সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
এদিকে, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জকিগঞ্জ উপজেলার ছবড়িয়া এলাকা দিয়ে পানি ঢুকতে শুরু করেছে জনপদে। পূর্বের ভাঙন দিয়ে পানি ঢুকছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সিলেটের পাউবোর নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি চলমান। সেখানে ভারী বৃষ্টি হওয়ার কারণ উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টের পানি। যদিও রোববার ২টি পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে গেছে। তবে বড় ধরনের বন্যা নিয়ে এখনই কোন কিছু বলা যাচ্ছেনা বলে জানান তিনি।