বড়লেখায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সভা
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ৬:০৮:১৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা প্রশাসনের কার্যক্রম পুরোদমে চালু, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা বিধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক তামিম আহমদ রোববার দুপুরে দায়িত্বরত সেনা কর্মকর্তা, জনপ্রতিনিধি, থানার ওসি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক তামিম আহমদ জানান, তিনি নিজেকে বিভাগীয় সমন্বয়ক মনে করেননি, দেশের মানুষের অধিকার আদায়ে একজন যোদ্ধা হিসেবে কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। অনেক সহযোদ্ধা ভাই চোখের সামনে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। তাদের রক্তের উপর দিয়ে আন্দোলন এগিয়ে নিয়েছেন। উদ্দেশ্য এদেশের মানুষের স্বাধীনতা পুনরুদ্ধার, অধিকার নিশ্চিত ও দেশ সংস্কার করা। তাদের আন্দোলনে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী সহানুভুতিশীল ও তাদের সমর্থন ছিল। আর এতেই আন্দোলন রূপ নেয় ‘ডু অর ডাই’। এখন সকলের সহযোগিতায় দেশকে স্থিতিশীল অবস্থায় ফেরাতে হবে। প্রশাসনে আনতে হবে সংস্কার। যেখানে অগ্রণী ভুমিকা পালন করছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেন্ট্রাল কমিটির নির্দেশনায় আমরা অনেকগুলো কাজ সম্পন্ন করেছি। এতে জনসাধারণ আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন।
বড়লেখা থানার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার মো. আবু সায়েম ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতন পরবর্তী সময়ে বড়লেখায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফয়সল আহমদ, বড়লেখা বৃহত্তর শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক এমএ মোহাইমিন, প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মনোয়ারা পপি প্রমুখ।
সভায় উপস্থিত প্রতিনিধিগণ ইউএনও’কে উপজেলা প্রশাসনের কার্যক্রম চালিয়ে যেতে সকল প্রশাসনিক কর্মকর্তাকে নির্বিঘেœ কর্মস্থলে ফেরার অনুরোধ জানান।