গোলাপগঞ্জে ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারকে জমিয়তের অনুদান
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ৬:১২:২৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ শাখার পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার বিকেলে এ উপজেলায় আন্দোলনে শহীদদের বাড়িতে গিয়ে তাদের এ অনুদান প্রদান করা হয়। এছাড়াও শহীদদের পরিবারের খোঁজ খবর ও তাদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া, সহ সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, শামসুদ্দিন বানীগ্রামী, মাওলানা শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফফার, মাওলানা হাফিজ মনসুর আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন ছালিম, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জুয়েল, জমিয়ত নেতা মাওলানা মাছুম আহমদ, যুব জমিয়ত উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকির, যুব জমিয়ত নেতা মাওলানা জিল্লুর রহমান, সাবেক ছাত্র জমিয়ত নেতা নোমান মাহফুজ, মাওলানা মকসুদ আহমদ ছাত্র জমিয়ত উপজেলা সেক্রেটারি হাফিজ নাইম আহমদ প্রমুখ।