গোলাপগঞ্জে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ৬:১৩:৩৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদ কক্ষে এ ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার ভাইস প্রেসিডেন্ট আলতাফুর রহমান।
বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আতিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কাশেম, হেলাল উদ্দিন খান, সমাজসেবী জাকির হোসেন বুলবুল, বাগীরঘাট যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক দুলাল আহমদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি সদস্য সামছুল ইসলাম কয়েছ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি সদস্য উস্তার আলী, জাহেদুর রহমান মৌলা, সালমান কাদের দিপু, সংরক্ষিত মহিলা সদস্যা আফিয়া বেগম, আসমা বেগম, বাগির ঘাট যূব সংঘের সভাপতি সাইফুল্লাহ লুলু, যুক্তরাজ্য প্রবাসী বাগির ঘাট ভিলেজ ট্রাষ্ট ইউকের সদস্য ছানা মিয়া, পোস্ট মাস্টার আব্দুল মতিন, বিশিষ্ট সমাজ সেবক হারুন আজিজ, কুশিয়ারা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, ময়না মিয়া, প্রবাসী ফয়সল আহমদ, জুনেদ আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ পরিবারকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।