২২ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ৬:১৭:১২ অপরাহ্ন
সিলেট নগরীর ২২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে আলোচনাসভা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপশহরস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও মো রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আহাদুস সামাদ চৌধুরী, সৈয়দ মইনুদ্দিন সোহেল, এডভোকেট বদরুল ইসলাম চৌধুরী, এডভোকেট জুবায়ের খান, আব্দুস সালাম, লিয়াকত আলি খান, মো আব্দুল কালাম, সুমেল আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ কাওসার, আলী নুরুল হুদা দিপু, আজিজ মুন্না, মোস্তাক আহমদ, মহিবুর রহমান মুহিত প্রমুখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত এবং নিহতের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন আব্দুল মালেক। বিজ্ঞপ্তি