বিয়ানীবাজারে ইউএনও’র সাথে জমিয়তের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ৬:১৭:৪১ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের সাথে চলমান পরিস্থিতি নিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জমিয়ত নেতৃবৃন্দ বলেন, বিয়ানীবাজারে জমিয়তের শক্তিশালী অবস্থান রয়েছে। জমিয়ত সবসময় ইসলাম ও দেশ জাতির কল্যাণে কাজ করে। ছাত্র আন্দোলনের সফলতাকে ঘিরে অনেক সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা হামলা চালিয়ে উপজেলা পরিষদ ও থানা ধ্বংস করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ইতোমধ্যে জমিয়ত দায়িত্বশীলবৃন্দ বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিদর্শন করেছেন এবং তাদের অভয় প্রদান করেছেন। ট্রাফিক, পৌর শহর পরিস্কারসহ উপজেলায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জমিয়ত নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুন্দর, সুশৃঙ্খল উপজেলা গড়তে আলেমসমাজের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুল হক কাসিমী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ, পৌর জমিয়তের সেক্রেটারি ইমাদ উদ্দিন, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক হাঃ আব্দুল্লাহ, পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক শরীফুল হাসান, যুবনেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদ, সাধারণ সম্পাদক ওলিউর রহমান, সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, মাহফুজ আহমদ, মাশরাফি আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি