সুনামগঞ্জে কাজে ফিরেছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ৭:৩৫:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ কর্মবিরতি শেষে সুনামগঞ্জ পৌর শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ। সেই সাথে সদর থানাসহ জেলার সবকটি থানায় কার্যক্রম শুরু করছে পুলিশ।সোমবার বেলা ১১ টায় সুনামগঞ্জ শহরের ব্যস্ততম মোড় আলফাত স্কয়ারে পুলিশ সুপার এমএন মুর্শেদ ট্রাফিক পুলিশসহ এসে সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এসময় ট্রাফিক পুলিশ, স্কাউট, বিএনসিসি, আনসার সদস্য ও পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসোবে ট্রাফিক পুলিশকে সহযোগীতা করতে দেখা যায়।
পথচারীরা বলছেন, সরকার পতনের পর পুলিশের সদস্যরা কর্মবিরতি যাওয়ায় শুরুতে চলাচলে কিছুটা ভোগান্তি সৃষ্টি হয়। পরে স্থানীয় শিক্ষার্থীরা ট্রাফিক এর দায়িত্ব নেওয়ায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। তবে পুলিশ সদস্যরা মাঠে না থাকায় কিছুটা নিরাপত্তার ঘাটতি ছিলো। সোমবার থেকে পুলিশ আবার মাঠে থাকায় পথচারীদের মাঝে যে শঙ্কা ছিলো তা কেটে গেছে।
পথচারী রাসেল মিয়া বলেন, পুলিশ কর্মবিরতিতে যাওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। চুরি-ডাকাতির ভয় ছিলো, পুলিশ মাঠে ফিরে আসায় সেই ভয় কেটেছে। সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে সরকার পতনের পরপরই পুলিশ কর্মবিরতি পালন করে। ঠিক এমন সময় সড়কে ট্রাফিক না থাকায় যানজট সৃষ্টি হয়, এমন পরিস্থিতিতে আমিসহ আমাদের সুনামগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। পুলিশের সদস্যরা কাজে ফিরে আসায় শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, জেলার সবকটি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। সকল সদস্যরা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করছেন।