বিয়ানীবাজারে পুলিশের গুলিতে নিহতদের বাড়িতে বিএনপি নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ৭:৩৭:৩৭ অপরাহ্ন
পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবসহ বিয়ানীবাজারের নিহত তিন বিএনপি নেতাকর্মীর বাড়িতে সমবেদনা জানাতে তাদের বাড়িতে যান বিএনপি নেতৃবৃন্দ। নিহতদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান দলটির নেতারা।
রোববার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে তারা নিহতদের বাড়িতে যান। এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, যাদের রক্তের বিনিময় দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, জাতি তাদেরকে কোন দিনও ভুলবে না। শহীদদের রক্তের শপথ নিয়ে আমাদের সবাইকে সম্মিলিতভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারের সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছেন। আমরা সকল শহীদ পরিবারের পাশে আছি। এসসময় সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, বিএনপি নেতা সিদ্দিক আহমদ, এনাম আহমদ, আব্দুস সবুর, হোসেন আহমদ, তাজ উদ্দিন কুটি, গোলজার আহমদ দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে, শান্তি শৃঙ্খলা বাজায় রাখতে উপজেলা সদরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন দলটির সিনিয়র নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি