ছেলের বক্তব্যে পিতার দুঃখ প্রকাশ : ঘরবাড়ি কেউ পুড়িয়ে দেয়নি, অক্ষত আছে
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ৮:২৫:৫০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : ধ্রুব সরকারের বাড়িঘর পুড়ানোর বক্তব্যের পর সুনামগঞ্জ জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু তার বক্তব্যের পর পর পিতা বিজন কুমার সরকার দুঃখ প্রকাশ করে জানান, আমার পরিবারের উপর কেউ হামলা করেনি, ঘরবাড়ি পোড়ানোর তথ্য মিথ্যা, আমাদের ঘরবাড়ি পুরোপুরি অক্ষত অবস্থায় আছে। আমার ছেলে ধ্রুব সরকার রোববার সময় টিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছে যা সঠিক নয় এবং আমার বাড়ি সুরক্ষিত আছে, হয়তো সে আবেগবশত না বুঝে মিথ্যা সাক্ষাৎকার প্রদান করে ফেলেছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
সোমবার বিকেলে সরেজমিনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামে বিজন কুমার সরকারের বাড়িতে গেলে গণমাধ্যমকর্মীদের কাছে ধ্রুব সরকারের বাবা এসব কথা বলেন। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এলাকার লোকজন ধ্রুব সরকারের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন, তার পরিবারের উপর কোনো হামলা হয়নি, ঘর-বাড়িও পুড়িয়ে দেওয়া হয়নি। পরে ধ্রব সরকারের এমন বানোয়াট বক্তব্যে জনমনে উত্তেজনা দেখা দিলে বাবা বিজন কুমার সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এলাকাবাসীর নিকট ছেলের এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করেন।