উগান্ডায় আবর্জনার স্তূপ ধসে ১৮ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ৯:১৬:৫১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ উগান্ডায় প্রবল বৃষ্টিতে আবর্জনার স্তূপ ধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার এই সংখ্যা প্রকাশ করেছে দেশটির পুলিশ তারা জানায়, ভারি বৃষ্টিতে শহরের একমাত্র ল্যান্ডফিল সাইট কিতিজিতে আবর্জনার বিশাল অংশ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
কিতেজি কয়েক দশক ধরে কাম্পালার একমাত্র আবর্জনার ভাগাড় হিসাবে রয়েছে। দীর্ঘদিন ধরে এটি বিশাল পাহাড়ে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রায়ই বিপজ্জনক বর্জ্যে পরিবেশ দূষিত এবং অন্যান্য বিপদ ডেকে আনার অভিযোগ করেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্তুপের নিচে গবাদি পশু ও ঘরবাড়ি চাপা পড়েছে। উদ্ধারকর্মীরা কাজে তৎপর রয়েছে। স্থানীয় পুলিশের মুখপাত্র প্যাট্রিক অনইয়াঙ্গো বলেন, কেউ আটকা পড়েছে কিনা, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন।