মেয়র-কাউন্সিলররা আত্মগোপনে, সিসিকের সেবা কার্যক্রম ব্যাহত
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ৯:২৮:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আওয়ামী সরকারের পতনের পর এক সপ্তাহ ধরে আত্মগোপনে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং আওয়ামীদলীয় কাউন্সিলররা। এতে নগরবাসীর বিভিন্ন সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, লাইসেন্সসহ বিভিন্ন কাজে কাউন্সিলরদের স্বাক্ষর অত্যাবশ্যক হওয়ায় এসব সেবাগ্রহীতারা পড়েছেন বিপাকে। কাউন্সিলরদের স্থানীয় অফিসে না পেয়ে নগরভবনে গিয়েও তাদেরকে খোঁজ করছেন অনেকে। কিন্তু তাদের সন্ধান মিলছে না। শুধু লাইসেন্স সহ আগে আবেদন করা যেসব কাজ সম্পন্ন হয়েছিল সেগুলো সেবাগ্রহীতাদের মধ্যে প্রদান করা যাচ্ছে বলে সিসিক সূত্র জানা গেছে।
শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী সরকারের পতনের পর সারাদেশের মতো সিলেটেও দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একই সময় সিলেট সিটি কর্পোরেশন ভবনেও হামলার ঘটনা ঘটে। এরপর থেকে কর্মচারীদের মধ্যেও আতঙ্ক চেপে ধরে। প্রায় চারদিন পর নগর ভবনে কার্যক্রম শুরু হলেও কাজে ধীর গতি বলে জানিয়েছেন কর্মরতরা। হামলায় আসবাব এবং কম্পিউটার ক্ষতিগ্রস্থ হওয়ায় কর্মরতরা কেবল আগের রেডি করা কাজ সেবাগ্রহীতাদের মধ্যে সরবরাহ করতে পারছেন। কর্মরতদের সাথে কথা বলে জানা গেছে তারা এখন বেশিরভাগ হাজিরা দিয়ে রুটিন ওয়ার্ক অফিস করছেন। কম্পিউটার ও আসবার মেরামত না হওয়ায় কাজ করা যাচ্ছেনা। শুধু ৫ তারিখের আগের আবেদনের যেসব কাজ রেডি ছিল সেবাগ্রহীতারা আসলে কেবল সেসব কাজ সমজিয়ে দিতে পারছেন। নতুন কোনো কাজ করা যাচ্ছে না। তবে আশাকরা যাচ্ছে দু একদিনের মধ্যে সব মেরামত হয়ে গেলে দাপ্তরিক কাজ তারা শুরু করতে পারবেন।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, আমরা সেন্ট্রালি সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশা করা যাচ্ছে এ সপ্তাহেই মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা পাওয়া যাবে। তাছাড়া বর্জ্য অপসারণে নগরভবন কাজ করছে। অন্যান্য কাজও দ্রুত চালুর ব্যবস্থা করা হচ্ছে।