৬ দিন পর নগরের রাস্তায় ট্রাফিক পুলিশ, সংখ্যা কম
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ৯:৪২:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সরকার পতনের ৬ দিন পর নগরীর যানজট নিরসনে রাস্তায় নেমেছে ট্রাফিক পুলিশ। এর আগে গত ৫ অক্টোবর শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে রাস্তায় আর ট্রাফিক পুলিশকে দেখা যায় নি। এই কয়দিন ছাত্রজনতা রাস্তা যানজটমুক্ত রাখাতে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে।
সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে সেই সংখ্যা খুবই নগন্য। সোমবার সরেজমিনে দেখা গেছে, নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, নাইওরপুল পয়েন্টে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। তাদের সাথে রয়েছেন শিক্ষার্থীদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে সোমবার বিকেলে ৪টার দিকে নগরীর সুরমা মার্কেট পয়েন্ট, তালতলা পয়েন্ট, শেখঘাট, লামাবাজারসহ কয়েকটি পয়েন্টে ট্রাফিক পুলিশের দেখা মিলেনি। সেখানে আনসার ও শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এসএমপির মূখপাত্র ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার থেকে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, হাসিনা সরকার পতনের পর জনরোষে পড়ে পুলিশশূন্য ছিলো পুরো সিলেট। এ দিনের পর থেকে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নেই পুলিশ। এ অবস্থায় এগিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার থেকে সিলেটে আনসার বাহিনী এবং শনিবার থেকে ফায়ার সার্ভিস টিম সিলেট মহানগরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে।