ইক্বরা ইন্টারন্যাশনাল-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৬:১১:২৪ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনাল-এর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার ৯ আগস্ট ইক্বরা ইন্টারন্যাশনাল-এর ট্রাস্টি বোর্ডের এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে ইক্বরা’র নতুন কমিটি গঠন করা হয়। এর আগে গত ৮ আগস্ট ইক্বরা ইন্টারন্যাশনাল-এর চেয়ারম্যান মাসউদ আহমদ পদত্যাগপত্র জমা দেন। চলমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ও চেয়ারম্যানের পদত্যাগজনিত শূণ্যতা কাটিয়ে চ্যারিটি কার্যক্রম গতিশীল করার স্বার্থে ৫ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।
উপস্থিত সকল ট্রাস্টির ঐক্যমতের ভিত্তিতে গঠিত নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন ব্রিটেনের সুপরিচিত ব্যক্তিত্ব ও প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ। অন্যান্য কর্মকর্তারা হলেন, ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: আব্দুল লতিফ, সেক্রেটারী শাহ রেদওয়ানুর রহমান, এসিসট্যান্ট সেক্রেটারী ব্যারিষ্টার খালেদ নূর ও ট্রেজারার রোকেয়া খাতুন।
প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আহমদ আব্দুল মালিক, নির্বাচন কমিশনার প্রতিথযশা সাংবাদিক মুকতাবিস-উন-নূর ও ব্যারিস্টার মোহাম্মদ শহিদ এর উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ বলেন, ইক্বরা ইন্টারন্যাশনাল বৃটিশ-বাংলাদেশী কমিউনিটির একটি সুপরিচিত নাম। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় অর্ধ ডজন দেশে আর্তমানবতার সেবায় গত ২৫ বছর ধরে ইক্বরা ইন্টারন্যাশনাল কাজ করে যাচ্ছে। বিত্তবান মানুষের সহায়তা ও ভালবাসা নিয়ে এর কার্যক্রম আরো প্রসারিত করে বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে ও নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যেতে আমরা বদ্ধপরিকর।