আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৭:৪৩:৪০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ভারত যাওয়ার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। তিনি বলেন, আমরা বিভিন্ন থানা ও বন্দরগুলোতে যে ম্যাসেজ দিয়েছিলাম সেই ম্যাসেজের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।