সাংবাদিক তুরাবের উপর গুলিবর্ষণকারী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিন : মহানগর জামায়াত
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৬:২৬:১২ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় পুলিশ বাহিনীকে নিজেদের লাঠিয়াল বাহিনীর মত ব্যবহার করেছে। প্রশাসনের কতিপয় অতিউৎসাহী কর্মকর্তা আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে নিরীহ ছাত্রজনতাকে হত্যা করেছে। তারা প্রকাশ্য দিবালোকে নগরীর বন্দরবাজারে দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা করেছে।
এই হত্যাকান্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। পরিবারের দাবী অনুযায়ী নিহতের স্থানে তুরাব চত্ত্বর স্থাপনের দাবীতে সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে। এছাড়া সাংবাদিক তুরাবসহ বিগত আন্দোলনে নিহত ছাত্রজনতার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
তিনি মঙ্গলবার সিলেট নগরীর যতরপুরে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথা বলেন।
এসময় জামায়াতের পক্ষ থেকে শহীদের পরিবারকে সমবেদনা জানানো হয়। সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারকে তার বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ) এর হাতে নগদ ১ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল, দৈনিক প্রভাত বেলা’র সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, সিনিয়র সাংবাদিক মুহিব আলী, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান ও চীফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন প্রমূখ।
সিলেট প্রেসক্লাবের সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, সাংবাদিক তুরাব হত্যার সাথে জড়িতদের বিচারের দাবীতে সিলেটের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। সিলেটের সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল ৭টি সংগঠন এ ব্যাপারে সোচ্ছার রয়েছে।
নিহত সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ) বলেন, যে স্থানে আমার ভাই তুরাবকে হত্যা করা হয়েছে সেই স্থানকে তুরাব চত্ত্বর ঘোষণার দাবী জানাচ্ছি। একই সাথে আমার ভাইয়ের খুনী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।-বিজ্ঞপ্তি