হঠাৎ বিয়ানীবাজারে রাজনৈতিক উত্তাপ
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৬:৩৮:০৯ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে রাজপথ। বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবের নেতৃৃত্বে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিলের পর পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে শিবির ও বিএনপি। এক ঘন্টার মধ্যে তিনটি মিছিলে আতংকগ্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ।
সোমবার বাদ আসর পল্লবের নেতৃত্বে তার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন তিনি। মিছিলটি বিয়ানীবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয়।
এদিকে, আওয়ামীলীগের মিছিলের পরপর পৌরশহরে মিছিল করে ইসলামী ছাত্রশিবির। তাদের মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয়। তবে মাগরিবের পরে আবারো মিছিল বের করে শিবির। মিছিলটি আবারো পুরো পৌরশহর প্রদক্ষিণ করে নিউ মার্কেটের সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
এসময় শিবির সভাপতি আহবাব হোসেন মুরাদ বলেন, শান্ত বিয়ানীবাজারকে অশান্ত করার চেষ্টা করছেন উপজেলা চেয়ারম্যান। তিনি বিয়ানীবাজারকে অশান্ত করতে চাইলে শিবির বসে থাকবেনা, সর্বস্তরের জনগণকে নিয়ে তাকে প্রতিহত করবে।
শিবিরের মিছিলের সাথে সাথে মাগরিবের পরে মিছিল বের করে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগটন। মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ করে নিউ মার্কেটের সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় নেতৃবৃন্দ বলেন, বিয়ানীবাজারের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টায় লিপ্ত আবুল কাশেম পল্লব। আমরা তার দাঁতভাঙ্গা জবাব দিবো। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সহ নেতাকর্মী।