প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের ১৪ দফা দাবি
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৮:১৫:১৩ অপরাহ্ন
দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দেশের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৪ দফা দাবি পেশ করেছে মানব কল্যাণ পরিষদ। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদ নেতৃবৃন্দ এই দাবির কথা জানান।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি ইমরান আহমদ। তিনি বলেন, ‘দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দেশের উন্নয়নে আমাদের এই ১৪ দফা দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহম্মদ ইউনুসের কাছে আমাদের প্রত্যাশা, দেশের উন্নয়নে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।’
লিখিত বক্তব্যে পরিষদের সভাপতি ইমরান আহমদ ১৪ দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হচ্ছে, ‘পুলিশ, র্যাব ও বিজিবির পোশাক পরিবর্তন করতে হবে। কারণ এই পোশাকে রক্ত লেগে আছে নিরীহ সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের। তাছাড়া এখন এই পোশাক দেখলে শিশুরা ভয় পায় তাই তাদের সম্মান ও নিরাপত্তার জন্য অবশ্যই এই পোশাকের পরিবর্তন জরুরি। র্যাব এর নাম পরিবর্তন করতে হবে। কারণ বহির্বিশ্বে এই বাহিনীর সুনাম নষ্ট হয়েছে। এছাড়া আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যে এই বাহিনী রয়েছে। তাই এই বাহিনীর নাম ও পোশাকের পরিবর্তন করে এবং দক্ষ ব্যক্তিদের উক্ত বাহিনীতে নিয়োগ দিয়ে ঢেলে সাজাতে হবে। দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজাতে হবে। এক্ষেত্রে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া অথবা কোনো উর্ধ্বতন সাবেক সেনা কর্মকর্তাকে চেয়ারম্যান পথে নিয়োগ দিয়ে উক্ত প্রতিষ্ঠানকে স্বাধীনতা দিতে হবে এবং দলমত নির্বিশেষে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। কোটা প্রথা বাতিলের দাবিতে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও গুরুতর আহত সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের তালিকা তৈরি করা এবং তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। তার সাথে নিহত শিক্ষার্থীদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির ব্যাবস্থা করা। এই জঘন্যতম হত্যার বিচার বিভাগীয় স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা এবং তাঁর ভিত্তিতে অপরাধীদের কঠিনতম শাস্তির ব্যবস্থা করা। এছাড়াও নিহত শিক্ষার্থীদের নামে তাদের স্ব স্ব কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তাদের নামে যেকোন একটি হলের নামকরণ করতে হবে। আগামী বছর আমাদের প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্য বইয়ে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। এই সদ্য পদত্যাগকারী সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা এবং তাদের প্রধান কাজ হবে গুম হওয়া ব্যক্তিদের প্রাথমিক তালিকা তৈরি করে দ্রুত সময়ের মধ্যে তাদের অনুসন্ধান করা এবং গণমাধ্যমে জানানো তাদের মধ্যে কতজনের খুঁজে পাওয়া গেছে এবং কতজন পাওয়া যায়নি। এছাড়া যাদের খুঁজে পাওয়া যায়নি তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরণ দেওয়ার ব্যবস্থা করা। ২০১৩ সালে হেফাজতে ইসলামের আহবানে শাপলা চত্বরের সমাবেশ ও সারাদেশে নিহত ও পঙ্গুত্ব বরণকারি ব্যক্তিদের সঠিক তালিকা তৈরি করা এবং তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। এছাড়াও এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা এবং তাঁরা ভাতা বাবদ যত টাকা নিয়েছেন তা সরকারের কাছে ফেরতের নির্দেশনা দেওয়া এবং উপযুক্ত শান্তির ব্যবস্থা করা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কারিকুলাম স্থগিত করতে হবে এবং পূর্বের ন্যায় পিইসি, জেএসসি/জেডিসি পরীক্ষা শুরু করতে হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষকদের কোচিং প্রথা বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেয়া যেতে পারে। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশ গ্রহণ করেছে, যার ফলে বিজয় এসেছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া দেশের প্রতিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক সর্ব ধর্মীয় পন্ডিত, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বলায় প্রফেসর ডক্টর মুহাম্মদ জাফর ইকবালকে নিজের ভুল স্বীকার করে সারা দেশের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। প্রবাসী বাংলাদেশীদের রেমিট্যান্স পাঠানোর জন্য উৎসাহিত করতে নানামুখী উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। কোন একটি রাষ্ট্র কিংবা দুইটি রাষ্ট্রকে গুরুত্ব না দিয়ে সব রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্ক এর সম্মেলন পুনরায় চালু করতে হবে। কারণ সার্ক এর প্রতিষ্ঠাতা বাংলাদেশ। তাই আমাদের সম্মানের জন্য এই সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানত বাবদ চেয়ারম্যানের ক্ষেত্রে এক লাখ ও ভাইস চেয়ারম্যানের পঁচাত্তর হাজার টাকার যে আইন বাস্তবায়ন হয়েছিল তা অবিলম্বে বাতিল করতে হবে ও নির্বাচন কমিশনে দক্ষ ব্যাক্তিদের নিয়োগ দিয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদকবেরাল আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামসুজ্জামান মাহবুব, অর্থ সম্পাদক তৌফিক আহমদ, সহকারী সম্পাদক আশরাফুল আলম ফাহাদ। বিজ্ঞপ্তি