জালালিয়া ফাজিল মাদ্রাসার নবীন বরণ
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৮:২১:৪৯ অপরাহ্ন
দক্ষিণ সুরমার জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের নবীনবরণ ও সবক প্রদান অনুষ্ঠান মঙ্গলবার সম্পন্ন হয়েছে। মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন।
মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা ইমদাদুর রহমান খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ ও আলেমেদ্বীন মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কাওছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম সাইফুর রহমান বিএম কলেজের অধ্যক্ষ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জিল্লুর রহমান শুয়েব, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান ছুফন, বদরুল ইসলাম জয়দু, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ মতিন, এম এ শহীদ পংকি ও সাংবাদিক খালেদ আহমদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যবসায়ী মুক্তার আহমদ, নজরুল ইসলাম, কবি সুমন খান, মাদ্রাসার সহকারী অধ্যাপক কবি সামছুল হক বিন আফতাব, মাওলানা আব্দুর রহমান, প্রাক্তন ছাত্র আব্দুল আহাদ কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানে সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম। বিজ্ঞপ্তি