সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমার সাবেক সভাপতি সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৮:২৩:১২ অপরাহ্ন
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমার সাবেক সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী জহির উদ্দিন বাবর স্বদেশ আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান রোববার রাতে সিলেট নগরীর স্টেশন রোডস্থ সুরুজ আলী মার্কেটে শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে ও কনভেনার মেম্বার মোঃ মনিরুল ইসলাম সোহানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী জহির উদ্দিন বাবর।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনভেনার মেম্বার যথাক্রমে কাকলি দত্ত মুন্নি, আল মামুন হেলাল, জালাল উদ্দিন জসলু, রুহুল আমিন রুহেল, ইকবাল কামাল, দিলওয়ার হোসেন, কামাল আহমেদ, অপু আহমেদ, মকবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি প্রবাসী জহির উদ্দিন বাবর-কে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল সহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি