শাবি রেজিস্ট্রারসহ তিন পরিচালকের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৮:১১:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মাধ্যমে অবাঞ্ছিত ও নির্লজ্জ ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগ করা কর্মকর্তারা হলেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর।
এরআগে গত ৮ আগস্ট প্রক্টরিয়াল বডির সকল সদস্যসহ আবাসিক হলের প্রভোস্টরা পদত্যাগ করেন। গত শনিবার ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীনসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।
তবে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেও বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আবদুল গণিসহ আরও কয়েকটি দপ্তর প্রধানরা পদত্যাগ করেননি বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
অন্যদিকে, পদত্যাগ না চাওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খানসহ এই দপ্তরের আরও দুইজন অতিরিক্ত পরিচালক পদত্যাগ করেছেন।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ করতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরপর উপাচার্যসহ একে একে সকলে পদত্যাগ করেন।