ঢাকায় মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৮:১২:২৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। গত ৬ আগস্ট থেকে দূতাবাসের কার্যক্রম বন্ধ আছে বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি। তখন বলা হয়েছিল, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মঙ্গলবার ফেইসবুক পোস্টে দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হলো। সেখানে বলা আছে, কারও যদি ভিসা অ্যাপয়েনমেন্ট নেওয়া থাকে তবে তারা কনসুলার সেকশনের পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করেন। আর অ্যাপয়েনমেন্টে জন্য একটি লিংকও দেওয়া হয়েছে।
এর আগে ৭ আগস্ট বুধবার বাংলাদেশে কর্মরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওই সতর্কতায় ঝুঁকির মাত্রা লেভেল ফোর বলে উল্লেখ করা হয়। এই মাত্রার সতর্কতার মাধ্যমে বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং দূতাবাসে জরুরি নন এমন কর্মকর্তাদের দেশে ফেরত পাঠানো হয়।