সরকারী গাড়ী থেকে স্টিকার লোগো তুলে নিচ্ছে শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৯:৩৩:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রটোকল থাকা স্বত্তেও রাস্তায় ট্রাফিক জ্যামে আটকা পড়ে অপেক্ষা করেছেন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস। কোন ধরনের আলাদা সুবিধা না নিয়ে নজির স্থাপন করেছেন তিনি। এটাকে বৈষম্যবিরোধী সরকারের নীতির প্রতিফলন মনে করছেন অনেকেই।
এবার সিলেট নগরীর রাস্তায় বৈষম্য দুুর করতে অভিনব পন্থা অবলম্বন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার নগরীর বিভিন্ন পয়েন্টে রাস্তায় চলাচল করা বিভিন্ন সরকারি দপ্তরের গাড়ি এবং বিশেষ সুবিধা পাওয়া গাড়িগুলো আটকিয়ে সেগুলোতে থাকা স্টিকার এবং লগো তুলে ফেলেন তারা ।
নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, চৌহাট্টা, টিলাগড়, মেজরটিলাসহ বেশ কিছু পয়েন্ট দেখা যায়, ট্রাফিক পুলিশের সাথে মঙ্গলবারও শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা ফেরানোর কাজ করছে। এসময় রাস্তায় চলা সরকারি গাড়িগুলো আটকিয়ে স্টিকার এবং লগো তুলে ফেলা হচ্ছে।
টিলাগড় থেকে আম্বরখানা হয়ে সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময়ে আম্বরখানা পয়েন্টে একটি গাড়ি আটকায় শিক্ষার্থীরা। পরে গাড়ির সামনে থাকা স্টিকার এবং লগোটি তুলে দেয়। খোজঁ নিয়ে জানা যায়, গাড়িটি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের।
এ-বিষয়ে আম্বরখানা পয়েন্টে ট্রাফিকের সাথে কাজ করা সিলেট সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছি। এদেশে আর কোথাও কোন বৈষম্য থাকবে না। সরকারি গাড়ি দেখিয়ে কেউ যাতে বাড়তি সুবিধা নিতে না পারেন সেজন্য স্টিকারযুক্ত গাড়ি দেখলেই থামিয়ে স্টিকার এবং লগো তুলে দিচ্ছি আমরা।
গাড়ি থেকে লগো, স্টিকার খোলার সময়ে পাশে থেকে দাঁড়িয়ে বিষয়গুলো দেখছিলেন সিলেটের একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করা জনৈক ব্যক্তি। তিনি বলেন, ছোট ছোট বাচ্চাগুলো বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে কাজ করছে সেটি দেখে মুগ্ধ হচ্ছি। ওরা সফল হলে দেশের কোন সেক্টরেই আর কোন ধরণের বৈষম্য থাকবে না বলে বিশ্বাস করি।
তবে এ নিয়ে ভিন্নমত পোষন করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারী গাড়ী চালক। তিনি বলেন, এই স্টিকার সংশ্লিষ্ট দপ্তরের পরিচয় বহন করে। সরকারী বিভিন্ন দপ্তরে স্টিকারযুক্ত গাড়ী প্রবেশে কোন বাঁধা থাকেনা। স্টিকার না থাকলে বার বার গাড়ীর পরিচয় দিয়ে পার্কিংয়ে প্রবেশ করতে হয়। যা সময় সাপেক্ষ। তবে সাধারণ রাস্তায় সরকারী গাড়ী পরিচয় দিয়ে বাড়তি সুবিধা নেয়া ঠিক নয় বলে জানান তিনি।