পুলিশের ২৯ কর্মকর্তা বদলী সিলেটের ২ কর্মকর্তা অদল-বদল
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৯:৩৭:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এবং এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ২৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এই ২৯ জনের মধ্যে সিলেটে আসছেন দুই কর্মকর্তা ও সিলেট থেকে যাচ্ছেন দুজন।
জানা গেছে, ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ফরিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদকে যুগ্ম-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
আর ডিএমপির মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে, ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (খুলনা আরআরএফ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো. রাজিব আলম মাসুদকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।