শাল্লায় বিএনপির অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৪, ৭:১৯:৪২ অপরাহ্ন
শাল্লা সংবাদদাতা : কোটা সংস্কার, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র-জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন শাল্লা উপজেলা বিএনপি। সারা দেশের ন্যায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়েছে। সারা বাংলাদেশে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, গুম, খুন, হত্যা ও শেখ হাসিনাসহ তার দোসরদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে স্থানীয় বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শাল্লা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার দুপুর ১২টায় উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশুর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ছাত্র আন্দোলন কখনো বিফলে যায় না। কিন্তু স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের নির্দেশে পুলিশ এদেশের মেধাবী ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসী কর্মকা- চালিয়েছে। বক্তারা বলেন, সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এই দায় এড়াতে পারেন না। বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করে তাদের দল প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়েছে। এদেশের জনগণের টাকা তারা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম ও অত্যাচার চালানো হয়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা এড: তাহির রায়হান চৌধুরী পাবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল্লাহ আন নোমানসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।