রিডো বাংলাদেশের মানববন্ধন ও র্যালি
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৪, ৭:২৮:০৪ অপরাহ্ন
বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির উন্নয়নের দাবিতে মানববন্ধন ও র্যালি করেছে রিডো বাংলাদেশ। বুধবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন রিডো বাংলাদেশের নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমদ।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান সুরাব, এডিএস এর প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, আরডিআরএস বাংলাদেশের মনিটরিং অফিসার মো. আশরাফুল ইসলাম, কেআরডিএ এর সভাপতি আকতারুজ্জামান, নলেজ হারবাল কলেজের প্রভাষক নাজমুল আনসারী, ফাতেমা জান্নাত, মো. বাবুল আক্তার, পবিত্র চন্দ্র নাথ, নিরাপদের নির্বাহী পরিচালক শাহান উদ্দিন শাহীন, ময়না রায়, রীনা বেগম, আব্দুস সবুর, খালেকুজ্জামান, খাদিজা আক্তার, জনি রায়, ইকবাল কামালী প্রমুখ। বিজ্ঞপ্তি