কোকোর জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৪, ৭:৩০:২৭ অপরাহ্ন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকোর ৫৫ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার সভাপতি রেজাউল করিম নাচন এর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্নার পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতেই আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান, জমজম বাদশা, হরিদাস পাল সাওন, কবির উদ্দিন, পরিতোষ দেব পলাশ, সূচীত্র চৌধুরী বাবলু, এখলাছুর রহমান মুন্না, লুৎফুর রহমান, সাইদুল ইসলাম হৃদয়, আব্দুল করিম, সুমন আহমদ, আব্দুল গনি, হাসান আহমদ খালেদ, লিমন আহমদ চৌধুরী, মাছুম আহমদ, মোঃ আব্দুল মুকিত তুহিন, মোহাম্মদ আব্দুছ ছামাদ, হাফিজুর রহমান চৌধুরী, আফছার শহীদ চৌধুরী সায়েম, সুমন আহমদ সাইমন, শফিকুর রহমান সুমন, ময়নুল ইসলাম, মঈন খান, মামুন-আর-রশিদ স্বপন, জিয়াউর রহমান জিয়া, জাহিদ শিকদার, এইচ.এ. লিমন, রুবেল আহমদ, ডি.এইচ. চৌধুরী বাপ্পী, আল-আমিন আহমদ, আব্দুল কাদির, মশিউর রহমান সাব্বির, রূপম দাশ প্রমূখ।
আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকো ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি