মৌলভীবাজারে আইনশৃঙ্খলা কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৪, ৭:৫৬:২৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট-১৮ এর অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম। বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করীম ময়ূন, জেলা সেক্রেটারী মিজানুর রহমান, জামায়াতের জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সভাপতি মইনুর রহমান মগনু, খেলাফত মজলিস’র সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি লুৎফুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল মুক্তাকিম জুনেদ প্রমূখ।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আ’লীগ সরকারের আমলে এ জেলা থেকে বহু নেতা-কর্মীরা অবৈধভাবে টাকা আত্মসাৎ করেছেন। তাদের তালিকা তৈরি করে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।
জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলী বলেন, এ জেলায় সকল ধর্মাবলম্বীদের মাঝে একটা সম্প্রীতির সেতুবন্ধন রয়েছে। জামায়াত ইতিপূর্বে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ধর্মের মানুষের জান-মালের কোন ক্ষতি যাতে না হয়, প্রতিনিয়ত তাদের বাড়ি-ঘর পাহারার দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, আগামী জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে সজাগ থেকে তাদের সহযোগিতা করতে হবে। সভায় এছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।