সালুটিকর কলেজের অধ্যক্ষ ও সভাপতিকে পদত্যাগের আল্টিমেটাম
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৪, ৮:০৩:২৮ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট সালুটিকর কলেজের অধ্যক্ষ শাকির উদ্দিন ও সভাপতি কামরুল হাসান আমিরুলের পদত্যাগের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার দুপুরে কলেজের অধ্যক্ষ গভর্নিং বডির সভাপতির পদত্যাগের দাবিতে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রজনতা ও এলাকাবাসী।
শিক্ষার্থীরা অভিযোগ করেন- গত ১৮ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে সালুটিকর কলেজে জমায়েত হলে অধ্যক্ষ শাকির উদ্দিন ও সভাপতি আমিরুলের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন। স্বৈরাচারী সরকারের রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় সালুটিকর কলেজ দুর্নীতি আখড়ায় পরিণত হয়েছে। হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে অধ্যক্ষ ও সভাপতি পলাতক রয়েছেন। যৌক্তিক আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ নেননি অধ্যক্ষ।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএনপি নেতা জামাল উদ্দিন, মিত্রিমহল গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুস সোবহান, হান্নান মিয়া, হাজী আতাউর রহমান, মানিক মিয়া, সাবেক মেম্বার আজির উদ্দীন, ফকির মিয়া, লেচু মিয়া ও লাখের আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি