বিশ্বনাথে ক্যামব্রিয়ান কলেজে নবীনবরন
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৪, ৮:১১:৪৯ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ বিশ্বনাথ শাখার (এইচএসসি ব্যাচ ২০২৪-২৫) শিক্ষার্থীদের নবীনবরন অনুষ্ঠান বুধবার কলেজ ক্যাম্পাসের হলরুমে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ দুলাল আহমেদের সভাপতিত্বে ও ক্যামব্রিয়ান কলেজের ছাত্র সংসদের বিদায়ী ভিপি সাব্বির আহমেদ বাবলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের ইংরেজী প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, ক্যামব্রিয়ান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু, সহকারী প্রধান শিক্ষক রফিক আহমদ, প্রভাষক শাহীন আলম বিজয়, আখতারুজ্জামান জাহিদ, সাবিনা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বুশরা বেগম, সাব্বির আহমদ, পূর্ণিমা পাল বর্ষা, বাপ্পি মালাকার, তানিয়া আক্তার, রুপালি তালুকদার, আব্দুল মুবিন আলেক, ইশরাত সুমি, নাইমা বেগম, তামান্না বেগম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার তান্নী ও ফাহাদ আহমদ এবং নবীন শিক্ষার্থীদেরকে প্রবীনরা ফুল দিয়ে বরন করে নেয়।