স্বরাষ্ট্র সচিব কুলাউড়ার মোকাব্বির হোসেন
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৪, ৮:২০:৪৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়। মোকাব্বির হোসেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌরসভাধীন উছলাপাড়া এলাকার মরহুম আব্দুল মছব্বিরের পুত্র। এর আগে, দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।