কুলাউড়ায় তীব্র গরমে লোডশেডিংয়ের যন্ত্রণা
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৭:০০:৪৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় তীব্র গরমের মধ্যে গত ৩ দিন ধরে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, গরমে বিদ্যুতের চাহিদা বাড়লেও সেই আলোকে উৎপাদন বাড়েনি। তাই সরবরাহ কম থাকায় লোডশেডিং বেড়েছে। জানা যায়, গত ৩ দিন ধরে উপজেলার ৭টি ফিডারে ১ থেকে ২ ঘন্টা করে সকাল, বিকাল ও রাতে লোডশেডিং হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
কুলাউড়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, উপজেলায় বিদ্যুতের ১৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে ৯ মেগাওয়াট। তিনি জানান, গরম বাড়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। চাহিদার তুলনায় উৎপাদন বাড়েনি, ফলে সরবরাহ কম থাকায় ঘাটতি দেখা দিয়েছে। তাই লোডশেডিং করতে হচ্ছে।