হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৭:০২:৪০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ব্যবসায়ি আব্দুল হান্নানকে আহ্বায়ক করে গঠিত কমিটির নেতৃবৃন্দ বুধবার দুপুরে দেশের চলমান পরিস্থিতিতে বাজারের শান্তি-শৃঙ্খলা বজায় ও ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনায় সহযোগিতা প্রদানের লক্ষে ইউএনও নাজরাতুন নাঈমের সাথে মতবিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-আহ্বায়ক শৈলেন্দ্র দেবনাথ, আব্দুর রহমান মানিক, আব্দুল হাছিব, ব্যবসায়ী এমএম আতিকুর রহমান, ব্যবসায়ী আব্দুল লতিফ, আব্দুর রশিদ, আব্দুল হক, ফরাস উদ্দিন রাজু, রুহেল আহমদ, জুনাইদ আহমদ, ফরিদ আহমদ, নাজিম উদ্দিন, শামিম আহমদ প্রমুখ।