সুনামগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৭:১১:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ছাত্র-জনতাকে নির্বিচারে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচি’র একপর্যায়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এবং জনগণের বিজয় হয়েছে। এই বিজয় বাংলাদেশের বিজয়। মিলন বলেন, যারা শহীদ হয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের স্বজনদের জন্য দোয়া করি, তাঁরা যেন শোক সইতে পারেন। তিনি বলেন, সুনামগঞ্জে যারা আহত হয়েছেন এবং কারাবন্দী হয়েছিলেন, সবার প্রতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।