মিছিলে মিছিলে উত্তাল মৌলভীবাজার
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৭:২০:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে মিছিলে উত্তাল মৌলভীবাজার জেলা শহর। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পৃথক পৃথক মিছিলে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে জড়ো হন হাজারো শিক্ষার্থী। এসময় ছাত্র শিবিরের নেতা-কর্মীরাও যোগ দেন। দীর্ঘ ১ ঘন্টা অবস্থানের পর একটি মিছিল শুরু হয়ে গোটা শহর প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস করে দেশাত্মবোধক গান তুলে ধরেন। শেখ হাসিনা সরকারের নানা দুর্নীতি ও নির্যাতনের বিষয়টিও তুলে ধরা হয় মিছিলে। পরে আবার জড়ো হন তারা শহীদ মিনারে।
এসময় হাজারো শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুমন ভূইয়া, সানায়েল রহমান, আব্দুল কাদির তালুকদার, তানজিয়া শিশিরসহ প্রায় দুই ডজন নেতা। এদিকে, জেলা বিএনপির (নাসের রহমান গ্রুপ) আয়োজনে দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলামসহ অনেকে।
অপরদিকে পৃথকভাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান’র (মিজান গ্রুপ) সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বখস, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল প্রমূখ। অপরদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান’র নেতৃত্বে ছাত্রদলের একটি মিছিল চৌমুহনা এলাকা প্রদক্ষিণ করে।